বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম
সুরের সঙ্গে বসবাস সাহিদুল হাসান অনির। তার সুরে সংগীতশিল্পীর কণ্ঠে ডানা মেলে গান। কীবোর্ডে আঙুল চেপে কথা ও সুরে সংগীতও মেশান তিনি। আসিফ আকবরের মতো নামকরা গায়ক গেয়েছেন তার সুর ও সংগীতে।
এবার আর অন্য কেউ না, নিজের সুর ও সংগীতে নিজেই গেয়েছেন অনি। গানটির শিরোনাম ‘হাসছি তবু সুখে’। কথা লিখেছেন গুঞ্জন রহমান।
গানটি নিয়ে অনি বলেন, ‘গানটির কথাগুলো দারুণ। শুনেই মনে হয়েছিল শ্রোতারা সহজেই নিজেদের মধ্যে নিতে পারবেন। সেকারণেই নিজের জন্য সুর করেছিলাম। গানটি প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। আশা করি শ্রোতারাও সমাদর করবেন।’
গতকাল ১৩ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি। অনির নিজস্ব ইউটিউব চ্যানেল অনি মিউজিকে রয়েছে ‘হাসছি তবু সুখে’ শিরোনামের এ গান। এর আগে ‘বেঁচে থাকা দায়’ শিরোনামের একটি গান প্রকাশ করেন অনি। গানটির গীতিকার বাপ্পী খান।