বিনোদন প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পিএম
ঘর ভাঙল ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের। সামাজিক মাধ্যমে ঘোষণাটি তিনি নিজেই দিয়েছেন।
আজ রোববার নিজের ফেসবুকে দীপন লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’
এরপর লেখেন, ‘পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোনো প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’
বিষয়টি নিয়ে কথা বলতে দীপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি ব্যস্ত পাওয়া যায়। তবে জানা গেছে অনেক দিন ধরেই আলাদা জীবন যাপন করছেন সংযুক্তা মিশু ও দীপংকর দীপন। গত বছর চিত্রনায়িকা জাহারা মিতুকে কেন্দ্র করতে দীপনকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মিশু। সেখানে দীপনের উদ্দেশে লিখেছিলেন, ‘দীপন সারা জীবন তুমি তোমার স্বার্থে আমাকে বেচে গেলে। প্রথম থেকে শেষ পর্যন্ত।’
আরও লিখেছিলেন, ‘যখনই কোনো সমস্যা হয়, টেকনিক্যালি ঘর সংসার আর আমার নাম বলে দাও। ২০১৫ তে তোমার বোন আর তোমার মানসিক অত্যাচারে আমি কোন পর্যায়ে চলে গিয়েছিলাম নিশ্চয়ই তোমার মনে আছে। তোমাদের যা হয় সব কিছুর দোষ আমাকে দাও। ১০ বছরে কোনোদিন জানিয়েছি কাওকে কে? তুমি যে মাঠে, ঘাটে, পথে আমাকে বিক্রি করো!’
মিশু যোগ করেছিলেন, ‘কোনো কাজ আটকে গেলে আমার নাম, টাকা পয়সা আটকে গেলে আমার নাম, আমার জন্য তোমার সিনামা হয় না, আমার জন্য তোমার নাটক হয় না, আমার জন্য তোমার বন্ধু হয় না, আমার জন্য তোমার বাচ্চা হয় না, সত্যিা!’
স্বামীর উদ্দেশে লিখেছিলেন, ‘আমি তোমার নাম বেঁচে কোনোদিন এককাপ চা-ও খাইনি। তাই এবার মাপ দাও, আমার কথা বলে তোমার অপরাধ ঢাকা বন্ধ করো।’
দীপনের সবশেষে মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘অন্তর্জাল’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এরইমধ্যে ‘ছাত্রী সংঘ’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন দীপন। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘রজত ফিল্মস’।