images

বিনোদন

পদত্যাগ করতে চান নাসিম, কিন্তু...

বিনোদন প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

গেল ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন খাতে পরিবর্তন, সংস্কার দৃশ্যমান। বিনোদন অঙ্গনেও পড়েছে এর প্রভাব। সংস্কার চাওয়া হচ্ছে শিল্পীদের সংগঠনগুলোর। তালিকায় রয়েছে ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। 

সংস্কারের দাবিতে গতকাল ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সমমনা সংস্কারকামী পেশাদার অভিনয়শিল্পীরা বসেছিলেন। সেখানে পারস্পারিক আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়। এরইমধ্যে তারা সামাজিক মাধ্যমে সিদ্ধান্তগুলো প্রকাশ করেছেন। সেখানে অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে দুঃখ প্রকাশ ও জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থানকারীদের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় কমিটি বিলুপ্ত করা হবে বলে জানানো হয়েছে। বিষয়টিকে বিব্রতকর বলে মনে করছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তবে তিনি আলোচনায় ইচ্ছুক। সেইসঙ্গে ভাবছেন পদত্যাগের কথা। ঢাকা মেইলকে এমনটাই জানিয়েছেন নাসিম। 

কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিয়ে নাসিম বলেন, ‘সদস্যরা এসে যদি আমাদের বলে কমিটি বাতিল করতে হবে সাধারণ সভা ডেকে বাতিল করে দেব। সেটার তো প্রক্রিয়া আছে। ধরুন আমি পদত্যাগ করব কিংবা করতে চাই সেটা তো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমি আসলেই পদত্যাগ করতে চাই। গতকাল কয়েকজনকে বলেছি কথাটা। কিন্তু করব কার কাছে? শিল্পীদের মধ্যে যা হচ্ছে এ বিষয়গুলো তো আনন্দদায়ক না। এরমধ্যে এরকম যদি ঘটে তাহলে আমাকে পদত্যাগ করতে হবে শিল্পীদের একটি প্রতিনিধির কাছে। গতকাল (শনিবার) যারা বসেছিলেন তারাই তো শুধু অভিনয় শিল্পীদের প্রতিনিধি না। আরও প্রতিনিধি আছেন। সবার সঙ্গে কথা বলে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যদি পদত্যাগ করতে হয় করব। তবে একটি সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করলে সেটা খুব সুন্দর হতো।’

গৃহীত পাঁচ সিদ্ধান্ত নিয়ে সংঘের এ সভাপতি বলেন, ‘আমাদের সাথে ওনাদের বসার কথা ছিল। সংস্কারের ব্যাপারে তারা কিছু প্রস্তাব দিতে চান। আমরা সাদরে গ্রহণ করেছিলাম। বলেছিলাম আপনারা আসুন, বসুন, বলুন— কীভাবে সংস্কার হতে পারে। এসব নিয়ে আলোচনা করতে এখনও প্রস্তুত আছি। কিন্তু আমাদের কমিটি বলছে একটি সংগঠনের নীতি নির্ধারণ, পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংস্কার যদি করতে হয় সদস্যরা করবেন। তারা যে তালিকা দিয়েছেন সেখানকার অনেকেই সদস্য নন। শুধু অভিনয়শিল্পী। এখন যারা সদস্য নন তাদের কথা শুনলাম আর সদস্য যারা তাদের কথা শুনলাম না— এরকম হলে সেটাই হবে বড় বৈষম্য। এছাড়া আমাদের কমিটির মেয়াদ-ই আছে আর পাঁচ মাস। তাদের সাথে আলোচনা করে সাধারণ সভা এগিয়ে এনে নতুন নির্বাচন কমিশন গঠন করা যেতে পারে। নতুন নেতৃত্ব আসতে পারে। কিন্তু ওনারা বলছেন, যারা সদস্য না তাদের নিয়েও বসতে হবে। আর আমাদের সদস্যরা বলছেন, এই সংগঠনের নীতি নির্ধারণ করবে সদস্যরা। সদস্য নন এরকম অভিনয় শিল্পী অনেক আছে। এখন তারা এসে নীতি নির্ধারণ করবে নাকি সদস্যরা করবেন।’

458648352_8190066721086318_5081307104397793760_n

এদিকে সংস্কারবাদী পেশাদার শিল্পীদের মধ্যে সংঘের সদস্যরাও আছেন। বিষয়টি উল্লেখ করে নাসিম বলেন, ‘ওখানে আমাদের সদস্যদের অনেকে ছিলেন। তাদের বলা হয়েছে সকলের পক্ষ থেকে একটি প্রস্তাব দিতে। যেখানে সদস্য না যারা তাদের কথাও থাকবে। অর্থাৎ তাদের কথাগুলো সদস্যদের মাধ্যমে আসতে হবে। আমরা বলেছি, নীতি নির্ধারণের ক্ষেত্রে সদস্যরা আসুন। আর যারা সদস্য না তাদের সঙ্গে রাউন্ড টেবিল করতে পারি বা সেমিনার করতে পারি। এটি আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে আসার নীতি।’

তবে সদস্য না যারা তাদের অসম্মান বা ছোট করে দেখছেন না এ নেতা। বিভিন্ন সময় তাদের পাশে থেকেছেন বলে উল্লেখ করেন। তার কথায়, ‘সদস্য না এরকম অনেক আছেন। তাই বলে তারা যে শিল্পী নন সেটি বলছি না। বরং বিভিন্ন সময় তাদের পাশেও আমরা দাঁড়িয়েছি। তাদের কথাও আমরা শুনব। কিন্তু নীতি নির্ধারণের কাজ সদস্যদের করতে হবে।’

নাসিমের ভাষ্য, ‘আমি সবার সাথেই কথা বলতে চাচ্ছি। কেননা বড় একটি পরিবর্তন হয়েছে। এখন সংস্কার হবে। বাকস্বাধীনতা এসেছে। শিল্পীরা সেই জায়গা থেকে নিজেদের উৎকর্ষ কীভাবে সাধন করতে পারে তা নিয়ে কাজ করতে হবে। অনেকদিন ধরে সংগঠন চালাচ্ছি। এখন নতুন ভাবনা আসবে, নতুন নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। সেটি আমাদের ঐকান্তিক চাওয়া।’

জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে নাসিম বলেন, ‘জুলাই বিপ্লবের সময় সবাই যে ছাত্রদের বিপক্ষে ছিলেন বা সরকারের পক্ষে ছিলেন তা কিন্তু না। অনেকে সরাসরি আন্দোলনে ছিলেন। অনেকে চুপচাপ ছিলেন। অনেকে আবার আন্দোলনের বিপক্ষেও ছিলেন। বিপক্ষে বলতে বিভিন্ন সিম্বলিকভাবে আন্দোলনের সমর্থন করেননি। তার মানে তিনটি পক্ষ ছিল। এখন একচেটিয়া যদি বলা হয় অভিনয় শিল্পী সংঘ আন্দোলনের বিপক্ষে ছিল বা সরকারের পক্ষে ছিল তাহলে তো হলো না। অভিনয় শিল্পী সংঘ কখনও কোনোভাবেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেনি। সম্প্রতি যে পরিবর্তন হয়েছে আমরা কিন্তু সাদরে গ্রহণ করেছি। যেহেতু আমাদের অল্প সময় আমরা কথা বলে আলোচনাটা এগিয়েও আনতে পারি।’

তিনি বলেন, ‘ওখানে আমাদের সদস্যরা আছেন। আমি বলেছিলাম আপনারা আসুন প্রস্তাব দিন কতজন সদস্য বসবেন। সেটাও করছেন না সংস্কারের প্রস্তাবনাটাও দিচ্ছেন না। সেটা তো দিতে হবে। কিন্তু এখনও আমরা পাইনি।’

321957335_458945349784346_4290386050816602685_n

কোনোরকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার ইচ্ছা নেই আহসান হাবিব নাসিমের। তিনি বলেন, ‘তারা সময় বেঁধে যেভাবে আলটিমেটাম দিয়েছেন তা আমাদের অন্য সদস্যরা কীভাবে নেবেন সেটাই দেখার বিষয়। এরকম বিব্রত করার পরিস্থিতির মুখোমুখি হতে চাই না। এদিকে গতকাল আমাদের অফিসে আরও ৬০-৭০ জন শিল্পী এসেছিলেন। তারা বলেছেন, আমাদের সংগঠনের নীতি নির্ধারণ আমরা করব।’

সবশেষে নাসিম জানান, আলোচনার দুয়ার খোলা। বলেন, ‘আলোচনায় বসতে আমার কোনো সমস্যা নেই। চেষ্টা চালিয়ে যাচ্ছি আলোচনা করার। ওনারা বলেছেন যারা সদস্য না তাদের রাখতে হবে। কেউ কেউ বলছেন, শুধু সদস্যদের নিয়ে বসতে হবে। এখন ওনাদের পক্ষ থেকে যদি একটু ছাড় দেওয়া হয়! আমি চেষ্টা করছি কিভাবে কী করা যায়।’

গতকাল শনিবার সংস্কারকামী পেশাদার অভিনয়শিল্পীদের গৃহীত সিদ্ধান্তগুলো হলো— ১. অভিনয় শিল্পী সংঘের সঙ্গে বেশ কয়েকবার আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনার কথা তোলার পর তাদের নিয়ম অনুযায়ী চিঠি পাঠাই। চিঠি পাঠানোর পর জানানো হয় ওনারা শুধুমাত্র সংগঠনের সদস্য যারা নন তাদের সঙ্গে বসবেন না। কিন্তু আমরা সকল সাধারণ পেশাদার অভিনয়শিল্পীরা একসাথে আলোচনা করে সংস্কার করতে চেয়েছি। তাই আজ ৭ তারিখ ওনাদের গ্রাউন্ড জিরোতে আমরা চায়ের দাওয়াত দিই। কিন্তু ওনারা ফিরতি চিঠিতে জানান যে ওনারা সংগঠন এর সদস্য যারা নন তাদের সাথে আলোচনা করবেন কিনা সেটা সাধারণ সদস্যদের সঙ্গে কথা বলে জানাবেন। সংস্কারকামী শিল্পীদের সংগঠনভুক্ত ‘সদস্য’ কিংবা ‘অ-সদস্য’ এই সকল শব্দ ব্যবহার করে বৈষম্যমূলক আচরণ করেছেন। সেই আচরণের প্রেক্ষিতে তাদের কাছ থেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ মূলক বক্তব্য আশা করছি। আমরা তাদের বলতে চাই বাংলাদেশের সকল অভিনয় শিল্পী কে ‘সদস্য’ ও ' অ-সদস্য' এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিতে না দেখে 'অভিনয়শিল্পী' হিসেবে দেখুন। আপনাদের সাথে কথা বলার অধিকার যেন সবাই পায় সে ব্যবস্থা তৈরি করতে হবে এবং যে ঘটনা আপনারা আমাদের সঙ্গে ঘটিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেবেন।

458984253_3953185434960908_6174976507125014286_n

২.পরিবর্তনশীল বৈষম্যবিরোধী আন্দোলনমুখর বাংলাদেশে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটি, উপদেষ্টামণ্ডলী, কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্যদের মধ্যে যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে নিজেদের অবস্থান নিয়ে এবং সমস্ত মানবিক প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়ে অমানবিক-অশিল্পীসুলভ আচরণ করেছেন তাদের সবাইকে পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করতে হবে। এবং ১০ সেপ্টেম্বর এর মধ্যে আমাদের সঙ্গে ওনাদের বসতে হবে।

৩. উল্লিখিত এক এবং দুই নম্বর প্রস্তাবে যদি ওনারা অনীহা প্রকাশ করেন, তাহলে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে (পারলে আজ বা কালকের মধ্যে) বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সকলকে পদত্যাগ করতে হবে।

৪. পদত্যাগ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন রিফর্মেশন কমিটি গঠন হবে এবং সেই কমিটির আওতায় আগামী ৬ মাস সময়ের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এই সংগঠনটিকে কিভাবে আধুনিক, যুগোপযোগী এবং সকল পেশাদার অভিনয়শিল্পীদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা যায় তা বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। এবং পরবর্তী নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিবেশ তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবে।

৫. আমরা সংস্কারকামী সমন্বিত সাধারণ অভিনয় শিল্পীবৃন্দের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন দৃশ্যমাধ্যমের অভিনয়শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে- আসুন আমরা একযোগে আমাদের সকল অভিনয়শিল্পীর স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষা করবে যে সংগঠন সেই ধরনের একটি সংগঠনের রূপরেখা প্রণয়ন করি। আমরা সবার উদ্দেশ্যে বলছি, আসুন বাংলাদেশের সকল দৃশ্যমাধ্যমের পেশাদার অভিনয়শিল্পীরা মিলে কথা বলা শুরু করি এবং নতুন করে বৈষম্যহীন একটি সংগঠন নির্মাণে একসঙ্গে এগিয়ে যাই।

এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাজিয়া হক অর্ষা, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, অভিনেতা ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, এফএস নাঈম, মনোজ প্রামাণিক, খায়রুল বাসার, শ্যামল মাওলা, সোহেল মণ্ডল, আব্দুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে। তাদের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সংঘের সভাপতি নাসিম।