images

বিনোদন

আমার শরীরের ওপর…, পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর 

বিনোদন ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এতদিন ধরে নীরবে হেনস্তার শিকার অভিনেত্রীরা একের পর এক মুখ খুলছেন। তারই ধারাবাহিকতায় এবার মুখ খুললেন যৌন হেনস্তার শিকার এক অভিনেত্রী। ছোটপর্দার অভিনেত্রীর অভিযোগ পরিচালকের বিরুদ্ধে।

সম্প্রতি ভারতীয় সংবদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শিল্পী শিন্ডে নামের ওই অভিনেত্রী জানান, সবে ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন। কোনো ধারণা ছিল না এ জগত সম্পর্কে। ঠিক তখন একটি কাজের অডিশন দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয় তার।

1606382376_5fbf73289185d_shilpa-shinde

শিল্পা বলেন, “১৯৯৮-৯৯ সালে আমার ক্যারিয়ারের গোড়ার দিকের কথা। পরিচালক আমাকে একটা পোশাক পরতে বলেছিলেন। সেই পোশাক আমি পরিনি। বলা হয়, একটি দৃশ্যে অভিনয় করে দেখাতে হবে। যা হলো, পরিচালক আমার কর্মকর্তা। তার সামনে আমাকে যৌন আবেদন ফুটিয়ে তুলতে হবে। সহজ সরলভাবে ওই দৃশ্যে অভিনয় করেও দেখাই।” 

অডিশনে ওই পরিচালক শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ করেন শিল্পা। তিনি বলেন, “সেই পরিচালক আমার শরীরের ওপর  উঠে আসতে চান। আমি ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই এবং সেখান থেকে পালিয়ে যাই। আমার সঙ্গে কী ঘটেছে তা নিরাপত্তারক্ষীরাও বুঝতে পারেন। ওরা ভেবেছিলেন আমি হয়তো বিষয়টি নিয়ে সমস্যা তৈরি করব। তাই পালিয়ে যাওয়ার পরামর্শ দেয়।”

Shilpa-Shinde-bags-the-title-of-Bigg-Boss-11_17255_1725595414640_1725595414798

তবে পরিচালকের নাম প্রকাশ করেননি শিল্পা। তার ভাষ্য, 'তিনিও এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। আমি দৃশ্যটি করতে রাজি হয়েছিলাম কারণ উনিও একজন অভিনেতা ছিলেন। আমি মিথ্যা বলছি না, তবে তার নাম নিতেও পারছি না। তার ছেলেমেয়েরা সম্ভবত আমার থেকে কিছুটা ছোট এবং যদি আমি তার নাম প্রকাশ্যে আনি তাহলে ওনার ছেলেমেয়েরাও কষ্ট পাবে।”