images

বিনোদন

১৫ বছরের কিশোরের দ্বারা হেনস্তার শিকার উরফি! 

বিনোদন ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

বলিউড অভিনেত্রী উরফি জাভেদকে কেনা চেনেন। যতটা না অভিনয় দক্ষতা নিয়ে ভক্তদের মন জয় করেছেন তার চেয়ে অদ্ভুত কর্মকাণ্ড করে আলোচনায় থাকেন। উদ্ভট পোশাক গায়ে চাপিয়ে, যাকে তাকে আক্রমন করে কথা বলে আসেন সংবাদ শিরোনবামে। এবারের বিষয়টি অন্য। সম্প্রতি ১৫ বছরের কিশোরের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

MAIN_URFI_PIC_20240824_112938337

পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তরাঁয় ভিড় করছিলো অনেকেই। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে একজন উরফিকে দেখে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ প্রশ্ন শুনেই চটে যান উরফি।

JAVED-PIC_20240824_112546086

এরপর ঘটনাটি তুলে ধরেন সোশ্যাল হ্যান্ডেলে। তিনি লেখেন, ‘গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।’

UFRPI_20240824_112604429

তিনি যোগ করেন, ‘আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে অস্বস্তি হচ্ছে।  কিন্তু সবার সামনেই ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতে ইচ্ছে করছিল। ছেলেদের শিক্ষা দিন, কীভাবে নারীদের সম্মান করতে হয়। এই ছেলেদের বাবা-মায়েদের জন্য আমার কষ্ট হয়।’