বিনোদন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম
কলকাতায় বসবাসরত অনেকের শেকড় বাংলাদেশে। কারও পূর্বপুরুষের বাস ছিল, কারও কেটেছে শৈশব। টলিউড অভিনেত্রী মা শুক্লা রায় মিত্রও আছেন এ তালিকায়। দেশ ভাগের সময় মাতৃভিটা ছেড়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমান শুক্লা।
এদিকে জন্মস্থান ছেড়ে গেলেও ভুলে যাননি। পশ্চিমবঙ্গে এক জীবনে কাটিয়ে বার্ধক্যে পা রেখেছেন শুক্লা রায়। এখন একটাই ইচ্ছা। একবার হলেও আসতে চান বাংলাদেশে। দেখতে চান জন্মভিটা। শুক্লাকন্যা অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও চান মাকে বাংলাদেশে আনতে।
ভারতীয় সংবাদমাধ্যমকে রূপাঞ্জনা বলেন, “মা আসলে গত কয়েক বছর ধরেই যেতে চাইছিলেন ওপার বাংলায় (বাংলাদেশ)। কিন্তু সব সময় সেভাবে মনোযোগ দিয়ে কথা শোনা হয় না। তাই মা নিজে থেকে বাংলাদেশে ‘বঙ্গভিটা’ গ্রুপের সঙ্গে যোগযোগ করেন। মাত্র দুই দিনের মধ্যে দারুণ সাড়া পেয়েছি আমরা। যে বাড়িটার মা খোঁজ করেছিল, তার বেশ কিছু ছবি এরইমধ্যে হাতে এসেছে।”
তবে খুব তাড়াহুড়ো নেই রূপাঞ্জনার। ধীরে সুস্থে পদক্ষেপ নিতে চান। তিনি বলেন, “খুব বেশি তাড়াহুড়ো করছি না। ওই দেশের সব খবর আমরা জানি না। সব খবর আমাদের কাছেও আসে না। তাই আমি চাইব, যদি সে দেশের সরকার আমাদের সাহায্য করেন। তবে ইচ্ছে রয়েছে মাকে নিয়ে ডিসেম্বর মাস নাগাদ বাংলাদেশ যাওয়ার। যদি তখন সম্ভব না হয়, তা হলে সবকিছু থিতিয়ে গেলে নতুন বছরেই না হয় যাব।”
রূপাঞ্জনা জানান, ঢাকার আরমানিটোলায় তার নানির বাড়ি। বাংলাদেশে প্রায় ৯০০ বিঘার ওপর জমি ছিল তাদের। কিন্তু দেশভাগের সময় পশ্চিমবঙ্গে চলে তার পরিবার। কলকাতায় রূপাঞ্জনার নানি তাদের সঙ্গেই থাকতেন। কয়েক বছর হলো শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।