images

বিনোদন

প্রাক্তন প্রেমিকের জন্মদিনে মা হচ্ছেন দীপিকা

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পিএম

দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। সন্তানকে বরণ করে নিতে রণবীর সিংও মুখিয়ে আছেন। কিনেছেন নতুন বাড়ি। 

এদিকে সবার মনে একটাই প্রশ্ন—কবে মা হবেন দীপিকা? কবে আসবে সেই সুদিন? সেই উত্তর জানা গেল। প্রকাশ্যে এলো, ঠিক কবে অভিনেত্রীর কোলে আসছে তার প্রথম সন্তান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ran-p-20220626111032_20240701_163245084

দীপিকা যে সেপ্টেম্বরে সন্তান জন্ম দেবেন সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন রণদীপ। এবার জানা গেল দিনক্ষণ। ২৮ সেপ্টেম্বর মা হতে চলেছেন দীপিকা। জানা গেছে সনতান জন্ম দিতে দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হবেন দীপিকা।

এদিকে সন্তনের জন্মদিনে একটি চমক থাকতে চলেছে। কেননা ২৮ সেপ্টেম্বর দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের জন্মদিন। একই দিনে তার কোলজুড়ে আসবে সন্তান। এরইমধ্যে বি-টাউনে চর্চিত হচ্ছে বিষয়টি। 

deepika-and-Ranveer1677564187-0_20231026_141301973_20231107_184203270_20240417_114938817_(1)

জানা যাচ্ছে, বেশ কিছু দিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন দীপিকা। ২০২৫-এ মার্চ থেকে ফের কাজ শুরু করবেন অভিনেত্রী। তাকে শেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী।