images

বিনোদন

নিজের গোপন অসুখের কথা জানালেন তামান্না ভাটিয়ার প্রেমিক বিজয় 

বিনোদন ডেস্ক

২৯ আগস্ট ২০২৪, ০৩:৪০ পিএম

বছরের শুরুতেই বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের কথা প্রায় স্বীকার করে নেন তামান্না ভাটিয়া। বিজয় অবশ্য তার আগেই স্বীকার করেছিলেন এ সম্পর্কের কথা। বর্তমানে করছেন চুটিয়ে প্রেম। তারই মাঝে নিজের গোপন অসুখের কথা প্রাকশ করলেন বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় জানিয়েছেন তিনি শ্বেত রোগে আক্রান্ত। মেকআপের সাহায্যে ঢেকে রাখেন। অভিনেতার কথায়, ‘এটা যদিও তেমন কোনো বড় ব্যাপার নয়। তবু আমি হালকা রূপটানের সাহায্যে ঢেকে রাখতাম।’

আরও পড়ুন: তামান্নাকে কবে বিয়ে করবেন— জানালেন বিজয়
আরও পড়ুন: ধর্ষণ রুখে দেওয়ার উপায় জানালেন শাবানা আজমি

এরপর বলেন, ‘আসলে এটা একজন অভিনেতার কাছে খুব ছোট ব্যাপারও না। মাঝেমধ্যে ভাবি, যদি এটা আমার ক্যারিয়ারের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়? কিন্তু সৌভাগ্যবশত আমাকে কখনও তেমন কিছুর মুখোমুখি হতে হয়নি। যত ক্ষণ আমার কাজ আছে, তত ক্ষণ এটা নিয়ে চিন্তিত নই আমি।’

গেল বছর বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, সে বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য।