images

বিনোদন

ফেসবুক আনইনস্টল করছেন শ্রীলেখা, জানালেন কারণ 

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২৪, ১২:৪৬ পিএম

অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেখানে। যাকে তাকে কটাক্ষে জর্জরিতও করেন। সব মিলিয়ে শ্রীলেখা যত না ক্যামেরায় তার চেয়ে বেশি ফেসবুকে। নতুন খবর হলো, এবার ফেসবুকই আনইন্সটল করে দেবেন অভিনেত্রী। 

কারণও ব্যাখ্যা করেছেন শ্রী। আজ বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, কিছুদিনের জন্য ফেসবুক আনইন্সটল করছি। জন্মদিন, পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। সেন্সেটিভ মানুষ আমি। তাই আর্টিস্ট সেলিব্রেটি নই। 

sree-20221020161358_20240525_135743338_(1)

এরপর অভিনেত্রী লিখেছেন, এত চাপ নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমাকে ক্লান্ত করছে। এসব থেকে দূরে থাকতে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়। 

আরও পড়ুন: শ্রীলেখাকে যৌন হেনস্তা, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী

অভিনেত্রীর এমন সিদ্ধান্তে একেকজন একেক রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অন্যজনের কথায়, আনইন্সটল না করেও সরে থাকা যায়। কেউ কেউ আবার চলমান পরিস্থিতি এড়িয়ে না গিয়ে লড়াই করে টিকে থাকতে পরামর্শ দিয়েছেন।