বিনোদন ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল প্লাবিত হয়েছে বন্যায়। এই মুহূর্তে বেশি সংকটে নোয়াখালী জেলা। সেখানকার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। স্রষ্টার কাছে নিজ জেলা নোয়াখালীকে রক্ষার প্রার্থনা করছেন।
নিজের ফেসবুকে পলাশ লিখেছেন, ‘হে আল্লাহ! তুমি আমার প্রাণের নোয়াখালীকে রক্ষা করো।’
মন্তব্যের ঘরে অভিনেতা লিখেছেন, বন্যার পানির লেবেল এই মুহূর্তে সর্বোচ্চ নোয়াখালীতে। ফেনীর পানি নাকি নোয়াখালীর দিকে নামছে। ওদিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে নোয়াখালীর অবস্থা এখন ভয়াবহ। অতিরিক্ত পানির স্রোতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুছাপুর স্লুইস গেট ভেঙে পড়েছে।
এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন পলাশ। নিজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডাকবাক্স’ নিয়ে কাজ করছেন বানভাসিদের সহায়তায়। হাজার হাজার মানুষকে হাতে রান্না করা খাবার দিচ্ছেন তারা।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে পলাশ বলেন, ‘সবাই শুকনো খাবার ত্রাণ হিসেবে দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে রান্না করে সেই খাবার আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছি বন্যার্তদের জন্য। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিন দিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, রবিবার থেকে তারা কাজ করছে নোয়াখালীতে।’
আরও বলেন, ‘বন্যা পরবর্তী পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পর সবচেয়ে বেশি রোগবালাই ছড়ায়। নারী-শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমার ভাবনা সেদিকেও রয়েছে। বন্যা পরবর্তীতেও আমি ও আমার টিম সক্রিয় থাকব।’