images

বিনোদন

সত্যিই কি আয়নাঘরে রাখা হয়েছিল নওশাবাকে— জানালেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৪, ১২:৩৫ পিএম

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। 

আরও পড়ুন: ‘আয়নাঘর’ ছবিতে অভিনয় করতে ইচ্ছুক নন কেয়া পায়েল

সেসময় আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেফতার করা হয়েছিল তাকে। একুশ দিন বন্দি ছিলেন তিনি। গুঞ্জন উঠেছে বন্দি থাকাকালীন আয়নাঘরে রাখা হয়েছিল নওশাবাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

আয়নাঘরে রাখা হয়েছিল কি না— জানতে চাইলে নওশাবা বলেন, ‘‘আয়নাঘর’ কি না সেটা বলতে পারব না। তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এইভাবে ২১ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।’’

356892865_1046640583172167_3899222057369395229_n

নওশাবা তার গ্রেফতার ও রিমান্ড নিয়ে বলেন, ‘২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আমি ছিলাম। ঘটনার দিন (৪ আগস্ট) বিকেলে ধানমণ্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে আমি বলেছিলাম, আমরা যদি ১৯৫২ সালে পেরে থাকি, ১৯৭১ সালে পেরে থাকে তবে এবারও পারব, আপনার ছাত্রদের পাশে দাঁড়ান। ঘটনাস্থলে যেটা হচ্ছে আমি সেটাই বলছিলাম। এসব কথা বলার কারণে আমি রাজাকার কীভাবে হলাম? এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে কোথায় আমি নীচে নামিয়েছি? তবে হ্যাঁ, লাইভে দুই একটা ভুল বাক্য থাকতে পারে। তাই বলে কয়েক দফা রিমান্ড? আমি বুঝেই উঠতে পারিনি আমাকে রাষ্ট্রদ্রেহী, গাদ্দার বা গুজবের রানী কেনো বলা হচ্ছিল। তখনই বুঝে গেছি- এদেশে সত্য বলার পরিস্থিতি নেই।’

নতুন সরকারের কাছে এ অভিনেত্রীর প্রত্যাশা, ‘দেশটা এখন অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ সংস্কারের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। সবকিছু যেন মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে।’