images

বিনোদন

বাংলাদেশে আন্দোলন পরবর্তী সহিংসতা, যা বলছেন প্রীতি জিনতা 

বিনোদন ডেস্ক

১০ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম

বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে ভালোভাবেই অবগত প্রতিবেশী দেশ ভারত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন দেশটির বিনোদন অঙ্গনের অনেকে সমর্থন দিয়েছিলেন ছাত্রদের। 

আরও পড়ুন: ‘হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়’

তবে শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে বিরাজ করছে বিশৃঙ্খলা। চলছে ভাঙচুর ও লুটপাট। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। খবর চলে গেছে টলিউড ছাড়িয়ে বলিউড পর্যন্ত। বি-টাউনের জনপ্রিয় নায়িকা প্রীতি জিনতাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

1723287538_priety 

নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) প্রীতি লিখেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।”

প্রীতির আগে সোনু সুদ, রবিনা ট্যান্ডন, সোনম কাপুরসহ অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। রাবিনা লিখেছিলেন, “নির্যাতিতদের জন্য আমার সমবেদনা রইল। অবিলম্বে এই হিংসা বন্ধ হোক। বিশ্বের নেতা ও নেটপ্রভাবীরা এই হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করুন। এটা চুপ করে থাকার সময় নয়।”

priti-2001310514_20231026_130418161

অন্যদিকে  একটি ভিডিও শেয়ার করেছিলেন সোনু। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের শিগগির ভারত নিতে দেশটির সরকারের কাছে অনুরোধও করেছিলেন।