বিনোদন ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ০১:৩৩ পিএম
কাঁধে দায়িত্ব পড়লে মানুষ পা ফেলেন হিসাব করে। চঞ্চল্যতা রূপ নেয় স্থিরতায়। শুধু শোধরালেন না কঙ্গনা রণৌত। সংসদ সদস্যের মতো গুরুদায়িত্ব কাঁধে পড়লেও যায়নি যাকে তাকে খোঁচানোর অভ্যাস। সামাজিক মাধ্যমে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ যেন তারই প্রমাণ। এখন দিতে হচ্ছে খেসারত। খেয়েছেন ৪০ কোটি রুপির মানহানি মামলা।
আরও পড়ুন: এবার দেবের সঙ্গে ফারিণ
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে রাহুলের একটি বিকৃত ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা। যেখানে দেখা গিয়েছিল, রাহুলের মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিস্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে দেখা গিয়েছিল। সেই ছবি শেয়ার করে আইনি বিপাকে পড়লেন কঙ্গনা

রাহুলকে কটাক্ষ করায় কঙ্গনার নামে ৪০ কোটি রুপির মানহানির মামলা করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র। তার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারও অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। সেজন্যই মানহানি মামলায় বিপাকে জড়ালেন কঙ্গনা। এরইমধ্যে নোটিশ পাঠানো হয়েছে এ তারকাকে।
আরও পড়ুন: ভারতীয় ভিসা বন্ধ, দুশ্চিন্তায় ফারিণ
অবশ্য মামলা খেয়ে অভ্যস্ত কঙ্গনা। এর আগে বলিউড গীতিকবি জাভেদ আখতার মানহানির মামলা করেছিলেন কঙ্গনার বিরুদ্ধে। এবার রাহুলকে কটাক্ষ করে ফের মামলা খেলেন এ সংসদ সদস্য ও অভিনেত্রী।