images

বিনোদন

রাফসানের পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির 

বিনোদন ডেস্ক

০৪ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় উদ্বিগ্ন বিভিন্ন অঙ্গনের মানুষজন। দেশের শিল্পী সমাজও চলমান এই পরিস্থিতিতে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। যোগ দিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সাররাও। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদের সঙ্গে জড়ো হন তারা। 

এই জমায়েতে যোগ দিতে শহীদ মিনারে এসেছিলেন রাফসান দ্য ছোট ভাই। তবে আন্দোলনকারী গ্রহণ করেননি তাকে। উল্টো দিয়েছেন ‘ভুয়া’ স্লোগান। তোপের মুখে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রাফসান। 

এদিকে অনেকেই রাফসানকে ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলেছেন। তবে তার পাশে দাঁড়িয়েছেন সালমান মুক্তাদির। রাফসানকে ফিরিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। 

নিজের ফেসবুকে সালমান লিখেছেন, ‘একটা যুদ্ধ জেতার আগেই যদি সবার প্রাইড, এগ্রোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, তাইলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংসও খেয়ে ফেলব আমরা। রাফসানকে যদি সুন্দর করে বলা যেত, যে কত আশা ওর ওপর মানুষের, রাফসান কী অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করত না?’

এরপর লেখেন, ‘সাকিব তার বউকে নিয়ে সবার সামনে এগো দেখায় চ্যালেঞ্জ করছে, কিছু করতে পারি নাই। রাফসান দেরি করে হইলেও ফাইনালি সামনে আসছে। ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস পেত আরও।’

তিনি লিখেছেন, ‘এরকম করেই যদি আমরা আমাদের একতা প্রকাশ করি, তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি? কাকে জড়ো হইতে বলতেছি? কাকে আওয়াজ তুলতে বলতেছি?’