বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম
আজ বৃহস্পতিবার সকালে একটি মৃত্যুর গুজব দম আটকে দেয় নেটিজেনদের। বিশেষ করে টলিউড অভিনেতা শংকর চক্রবর্তীর ভক্তদের। কেননা গুজবটি ছিল শংকরের মৃত্যুর। এমনভাবে নেট দুনিয়ায় দখল করে নিয়েছিল যে শেষ পর্যন্ত শংকরকে মুখ খুলতে হয়।
ভারতীয় সংবাদমাধ্যমকে শঙ্কর বলেন, ‘দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল’!
এ সময় কিছুটা রাগও দেখান শংকর। তার কথা বিকৃত করে তা ছড়ানো হচ্ছে উল্লেখ করেন। হয়তো বলেছেন, ‘বড় ফ্ল্যাটের বদলে, এখন একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হতো’, আর ছড়ানো হচ্ছে, ‘ফ্ল্যাট বিক্রি করে দিতে চান’।
আরও আছে শংকরের ক্ষোভ। তার মেয়ে মুম্বাই থাকে। কিন্তু লেখা হয়েছে ‘বাবা-মেয়ের বনিবনা নেই’। সেখানে এই মৃত্যুর ভুয়ো গুজবটাই বাকি ছিল। সব মিলিয়ে শংকর যে ক্ষুব্ধ তা প্রকাশ পেয়েছে তার কথায়।
বছর দুয়েক হলো মারা গেছেন শংকরের স্ত্রী। চলতি বছরের ১২ মার্চ ৩৪ তম বিবাহবার্ষিকীতে প্রয়াত স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে… আজ আমাদের ৩৪তম বিবাহবার্ষিকী, যেখানে আছো খুব ভালো থেকো আবার দেখা হবে’।