images

বিনোদন

যে কারণে ঢাকায় স্থগিত নচিকেতার কনসার্ট 

বিনোদন ডেস্ক

২৬ জুলাই ২০২৪, ০৪:৫১ পিএম

আজ শুক্রবার ঢাকায় গান শোনানোর কথা ছিল ওপার বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বসার কথা ছিল আসর। তবে কনসার্টটি স্থগিত করা হয়েছে। 

কনসার্টের আয়োজক আজব কারখানা এ নিয়ে সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।

নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে ঢাকায় আসতে উদগ্রীব ছিলেন নচিকেতা নিজেও। বিষয়টি নিয়ে এর আগে তিনি বলেছিলেন, ‘গানের অনুষ্ঠানের জন্য ওপার বাংলায় প্রায়ই যাই আমি। বাংলাদেশের মানুষ আমার গান ভালোবাসেন। ২৬ জুলাই তেমনই একটি অনুষ্ঠানের কথা অনেক দিন ধরেই ঠিক হয়ে রয়েছে। সেটার জন্যই যাব।’