বিনোদন ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ০১:২০ পিএম
বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষীদের জন্য দিনটি শোকের। কেননা আজ বৃহস্পতিবার জীবনের লেনাদেনা চুকিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় গায়ক ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে আছে শাফিনের নিথর দেহ। এরইমধ্যে চলছে গায়কের মরদেহ আনার বন্দোবস্ত। শাফিনের বড় ভাই ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মরদেহ আনতে।
সংবাদমাধ্যমকে হামিন জানান, বর্তমানে শাফিনের মরদেহ ভার্জিনিয়ার সেই হাসপাতালেই রয়েছে। আমেরিকায় তাদের বেশ কয়েকজন নিকটাত্মীয় রয়েছেন। তারাই আপাতত সব দেখছেন। তবে শাফিনের মরদেহ দেশে নিয়ে আসতে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন হামিন।
তিনি জানান, বৃহস্পতিবারই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। সেখানে পৌঁছে যতো দ্রুত সম্ভব শাফিন আহমেদের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন।
১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল সংগীত।