images

বিনোদন

নাইট ক্লাবে শ্রাবন্তী, স্বস্তিকা, সোহিনীর উদ্দাম পার্টি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

০৭ জুলাই ২০২৪, ১২:৩৭ পিএম

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সোহিনী সরকার একসঙ্গে হলে আর কিছু দরকার পড়ে না। আবেদনময়ী সৌন্দর্যের আলোয় আলোকিত হয়ে যায় চারপাশ। এমনটাই দেখা গেল যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে। উদ্দাম পার্টিতে ভাইরাল হলো এ তিন নায়িকার ভিডিও।

আরও পড়ুন: সিঙ্গেল নন সালমান, আম্বানিপুত্রের বিয়ের অনুষ্ঠানে মিলল প্রমাণ!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, শিকাগোর নাইটক্লাবে চুটিয়ে পার্টি করেছেন স্বস্তিকা, সোহিনী, শ্রাবন্তীরা। সেলফি মোডে ভিডিও নিজদের ভিডিওবন্দি করেছেন শ্রাবন্তী। তার পেছনে দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। আর স্বস্তিকার পেছনে সোহিনী।

 435528824_983461876479247_2607316961566254409_n

ক্লাবে তখন মায়াবী আলো আধারির খেলা। তাল মিলিয়ে চলছে মিউজিক। টলিপাড়ার তিন কন্যা উপভোগ করছিলেন এই মুহূর্ত। মেতেছিলেন উদ্দাম উন্মাদনায়। একপর্যায়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমুও খান স্বস্তিকা। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিওটি।

434057987_947338070088100_423309389128238462_n

আমেরিকার শিকাগোতে হয়ে গেল ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। তিন দিন (৪, ৫ ও ৬ জুলাই) ব্যাপী আয়োজিত এ কনফারেন্সে যোগ দিতে সেখানে গিয়েছিলেন স্বস্তিকারা। তারই এক ফাঁকে নাইট ক্লাবে গিয়েছিলেন সৌন্দর্যের আগুন উসকে দিতে। 

350492730_6147748002008323_3201994872242938221_n_(1)

কনফারেন্সে যোগ দিতে আরও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত।