images

বিনোদন

ব্রাজিল আর হাতেম আলী মেমোরিয়াল ফুটবল টিম এক: কচি খন্দকার 

বিনোদন ডেস্ক

০৩ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম

ফুটবলের একসময়ের পরাশক্তি ব্রাজিলের অবস্থা আজকাল বেশ নাজুক। দুর্বল দলগুলোর কাছে নাকানি-চুবানি খেতে হয় দেশটির ফুটবল দলকে। চলমান কোপা আমেরিকায় ফুটবল টুর্নামেন্টে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও সুবিধা করতে পারেনি ব্রাজিল। ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তা দেখে জনপ্রিয় অভিনেতা কচি খন্দকার ব্রাজিলের ফুটবল দলকে তুলনা করলেন পাড়ার ফুটবল দলের সঙ্গে।

আরও পড়ুন: বৃষ্টির দিনে ঘুমাই আর খিচুড়ি খাই: কেয়া পায়েল

নিজের ফেসবুকে কচি খন্দকার লিখেছেন, ব্রাজিলের জন্য বেদনা হয়। ব্রাজিল আর হাতেম আলী মেমোরিয়াল ফুটবল টিম এক কাতারে দাঁড়িয়ে গেছে। আহ ব্রাজিল তুমি ফিরে এসো।

এদিকে অভিনেতার এমন মন্তব্যে নাখোশ ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা। অনেকে মত্ত হয়েছেন সমালোচনায়। কেউ কেউ একহাত নিয়েছেন কচি খন্দকারকে। তবে অভিনেতাও চুপ করে নেই। 

আরও পড়ুন: অপু বিশ্বাসকে কড়া হুঁশিয়ারি বুবলীর

তিনি ফুটবল নিয়ে নির্মিত একটি নাটক শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। অব দ্য ফুটবল, ফর দ্য ফুটবল, বাই দ্য ফুটবল নামের ওই নাটকটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ব্রাজিল ভাইদের বলছি এই টেলিফিল্মটা দেখুন। কেন আমি ব্রাজিলের সাথে হাতেম আলী মেমোরিয়াল ক্লাবের সাথে মিল খুঁজে পেয়েছি। হায় ব্রাজিল হায় ব্রাজিল হায় ব্রাজিল।

কচি খন্দকার দেশের একজন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব। মঞ্চ ও টিভি নাটকে উজ্জ্বল উপস্থিতি তার। অভিনয়ের পাশাপাশি নির্মাণেও মুগ্ধ করেছেন তিনি। অব দ্য ফুটবল, ফর দ্য ফুটবল, বাই দ্য ফুটবল নাটকটির নির্মাতাও তিনি।