images

বিনোদন

‘তুফান’ রেকর্ড করুক, ‘দরদ’ তা ভেঙে দিক: অনন্য মামুন 

বিনোদন ডেস্ক

১৩ জুন ২০২৪, ০১:৪৯ পিএম

সুপারস্টার শাকিব খানের ব্যস্ততার সবটা জুড়েই সিনেমা। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তুফান। অপেক্ষায় আছে দরদ। এরইমধ্যে যুক্ত হয়েছেন নতুন সিনেমার সঙ্গে। অনেকের ধারণা তুফান সিনেমাটি বাংলা সিনেমা ইতিহাসের সবচেয়ে সফল সিনেমার তকমা পাবে। 

যার দাপটে ভেঙে যাবে নতুন শাকিবকে আবিষ্কার করা প্রিয়তমার রেকর্ড। নির্মাতা অনন্য মামুনও চাইছেন এমনটা। সেইসঙ্গে প্রত্যাশা করছেন কিং খানকে নিয়ে নিজের নির্মিত দিয়ে তুফানের রেকর্ড ভেঙে দেওয়ার। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মামুন লিখেছেন, একটা প্রিয়তমার জন্য আমরা দরদ এত বড় বাজেটে বানানোর সাহস পেয়েছিলাম। সেই ধারাবাহিকতায় এবার ঈদে আমাদের মেগাস্টারের শাকিব খানের এত বড় বাজেটের মুভি রিলিজ হচ্ছে। তুফান যত বড় হিট হবে, শাকিব ভাইয়ের পরের সিনেমার প্রযোজকরা তত বড় বাজেট চিন্তা করতে পারবে। আমাদের চলচ্চিত্রের ব্যবসা এগিয়ে যাবে। আমরা শের সিনেমায় অনেক বড় আয়োজন করছি। 

toofan

এরপর লিখেছেন, আমাদের চলচ্চিত্রের বিশ্বের বাজারে এগিয়ে যাক। তুফান রেকর্ড পরিমাণ ব্যবসা করুক। দরদ বা অন্য যেকোনো সিনেমা সেই রেকর্ড ভেঙে দিক। তাহলেই তো আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে। ঈদের সবগুলো সিনেমা ব্যবসা সফল হোক। আমাদের চলচ্চিত্রে আবার ফিরে আসুক প্রাণ।

মামুনের এ পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন শাকিব খানের অনুরাগীরা। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। কেউ তুফানের পাশাপাশি দরদের জন্য শুভকামনা রেখেছেন। এমন অনোভাব পোষণের জন্য কেউ জানিয়েছেন মামুনকে ধন্যবাদ।