images

বিনোদন

ভারতের লোকসভা নির্বাচন: দেবের কাছে ধরাশয়ী হিরণ 

বিনোদন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৪:০৯ পিএম

পর্দায় খলনায়কের বিরুদ্ধে লড়তে দেখা গেলেও ভোটের মাঠে টলিউড সুপারস্টার দেব লড়ছেন আরেক নায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের বিরুদ্ধে। নির্বাচনী আসন ঘাটাল থেকে এর আগে দুইবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছেন দেব। এবার হিরণকে হারাতে পারলে হবে দান দান তিন দান।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৪ জুন সকাল থেকেই রক্তচাপ বাড়িয়ে একবার এগিয়েছেন দেব, একবার এগিয়েছেন হিরণ। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুজনের মাঝে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলাতে শুরু করে। স্থানীয় সময় আড়াইটা পর্যন্ত দেবের দখলে মোট ৩,৩৬,২০৭ ভোট। হিরণের দখলে ২,৫৬,৭৯৯ ভোট। বর্তমানে দেব এগিয়ে প্রায় ৮৫ হাজারেরও বেশি ভোটে।

এতে স্পষ্ট যে ফের জয়ের মালা গলায় তুলতে প্রস্তুত হচ্ছেন দেব। কেননা পড়তি বেলায় এসে ভোটের ব্যবধান কমিয়ে আনা বা টপকে যাওয়া বেশিরভাগ সময়েই পিছিয়ে থাকা প্রার্থীর জন্য অসম্ভব হয়ে পড়ে। হিরণের দশাও সেরকম হতে চলেছে বলে আন্দাজ অনেকের। 

তবে হিরণ বিজেপির মুখ রক্ষায় ভরসা হতে না পারলেও কঙ্গনা ঠিকই উজ্জ্বল করছেন দলটির মুখ। নির্বাচনী আসন মাণ্ডিতে কংগ্রেসের হাই ভোল্টেজ প্রার্থীর ভিত টলিয়ে দিয়েছেন তিনি। জয়ের আভাস পেতেই বসেছেন পূজায়।