images

বিনোদন

নির্বাচনে জয়ের আভাস পেয়েই পূজায় বসেছেন কঙ্গনা 

বিনোদন ডেস্ক

০৪ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

বহুদিন পর সাফল্যের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে কঙ্গনার। তবে পর্দায় নয়। ভোটের মাঠে। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচন করছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিনেত্রীর বিজয় সন্নিকটে। এমন আভাস পেয়েই পূজায় বসেছেন অভিনেত্রী। 

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী আসন মাণ্ডিতে রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা। হিমাচলের মাণ্ডি কেন্দ্র রয়েছে কঙ্গনার হাতের মুঠোয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিক্রমাদিত্য সিংয়ের চেয়ে অনেক এগিয়ে। ভোট গণনার খবর কানে আসতেই প্রদীপ হাতে কঙ্গনা এখন প্রার্থনারত।

বিক্রমাদিত্য সিংয়ের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ পোক্ত। মা-বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে। ভোটের আগে অনেকের ধারণা ছিল প্রতিদ্বন্দ্বীর টিকিটি ছুতে পারবেন না। তবে ভোটের হিসাব বলছে অন্য কথা। বিক্রম ধরাশয়ী নায়িকার কাছে। 

এতে অবশ্য কঙ্গনার মতোই খুশি বিজেপি শিবির। কেননা বিক্রমের বি আসনটিতে বরাবরই কাবু বিজেপি। বড় আশা নিয়ে তারা ভরসা করেছিল কঙ্গনার ওপর। প্রত্যাশার শতভাগ পূরণের আভাস পেয়ে দলটির মুখ উজ্জল হয়ে উঠেছে।