images

বিনোদন

সিগনেচার এস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারে মিম-ইমন

বিনোদন প্রতিবেদক

২০ মে ২০২৪, ০২:২৮ পিএম

সিগনেচার এস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারের ১ বছর পূর্তিতে মোড়ক উন্মোচন করেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মডেল অভিনেতা ইমন। 

সম্প্রতি এ আয়োজনে তারা দুজন অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন: সুন্দরবনে চিত্রায়িত হলো ফাহিম ফয়সালের সূফী গান

এখন লেজার ট্রিটমেন্ট নিয়ে দেশে-বিদেশে অনেকে কাজ করছে। তবে মিম জানান, সিগনেচার এস্থেটিক অ্যান্ড লেজারের সার্ভিস অন্যদের চেয়ে আধুনিক ও সুবিধাজনক।

তিনি নিজেও এখান থেকে ট্রিটমেন্ট নেন। 

mim2

এ অভিনেত্রী আরও বলেন, ‘শোবিজে যারা কাজ করছে তাদের জন্য সিগনেচার এস্থেটিক অ্যান্ড লেজার সেনটারের ট্রিটমেন্ট বেশ কাজে লাগবে।’

মডেল-অভিনেতা ইমন বলেন, আমাদের অনেকে লেজার নিয়ে নানা রকম সমস্যায় পড়ে থাকেন। সেদিক থেকে স্বাস্থ্য এবং সৌন্দর্য বর্ধনের জন্য সিগনেচার এস্থেটিক এন্ড লেজার সেন্টার একটি আস্থার নাম বলতে পারি। এখানে আধুনিক সব রকম সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে। একইসঙ্গে অনেকগুলো ট্রিটমেন্টও করা যায়।’

প্রসঙ্গত, এখানে ডা. সারা খান ও ডা. ইমতিয়াজ হাবিবসহ অনেকেই আধুনিক ট্রিটমেন্ট দিচ্ছেন।