images

বিনোদন

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী 

বিনোদন ডেস্ক

০৭ মে ২০২৪, ১১:৪৯ এএম

মালায়ালম অভিনেত্রী কনকলতা আর নেই। গতকাল সোমবার তিরুবন্তপুরমে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, পারকিসন রোগে ভুগছিলেন অভিনেত্রী। স্মৃতিশক্তিও পেয়েছিল লোপ। ২০২১ থেকে এ দুটি অসুখে ভুগছিলেন কনক। কিছুদিন ধরে অভিনেত্রীর পরিস্থিতি আরও খারাপ হয়। বিষয়টি প্রকাশ্যে আসে অভিনেত্রীর বোন বিজয়াম্মা যখন এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি জানান। 

আরও পড়ুন: টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই

কনকলতার বোন বিজয়াম্মা জানান, ২০২১ সালের অগস্টে কনকলতার এই দুই রোগের লক্ষণ দেখা যায়। তখন থেকেই স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। কনকলতা অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টস, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন মিডিয়া আর্টিস্টস এবং ফিল্ম অ্যাকাডেমি থেকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও পেয়েছিলেন।

কনকলতার জন্ম ১৯৬০ সালে। স্কুল জীবন শেষ করেই অভিনয়ে পা রেখেছিলেন। শুরুটা হয়েছিল নাটকের মাধ্যমে। নাটকে হাত পাকিয়ে ১৯৮০ সালে নাম লেখান চলচ্চিত্রে। ‘চিল্লু’ ছবি মাধ্যমে প্রেক্ষাগৃহে প্রথম দেখা যায় তাকে। ক্যারিয়ারে ৩৫০টি ছবিতে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় অভিনেতার হার্ট অ্যাটাক?

কনকলতা অভিনীত ছবিগুলোর মধ্যে করিলাকাতুপোল, কিংস সন, জাগার্তা, কিরেদাম, মাই সূর্যপুত্রিক, কৌরভার, আম্মা ইয়ে সত্যম, প্রথিরা কানমানি, থাচোলি ভার্গিস চেকাভার, স্ফটিকম উল্লেখযোগ্য।