বিনোদন ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ এএম
ফের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচিত হলেন খল অভিনেতা মিশা সওদাগর। ভোট যুদ্ধ্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ কলিকে হারিয়ে সংগঠনটির নেতা নির্বাচিত হলেন মিশা।
মিশার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদ কলি। তিনি পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট। সোনালী দিনের নায়ক কলিকে ৯৫ ভোটে হারিয়ে জয়ের স্বাদ পেলেন এ খল অভিনেতা।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। তাকে ১৬ ভোটে পরাজিত করে ২২৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন মনোয়ার হোসেন ডিপজল।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কমিশনকে মিশার চিঠি
এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান।
আরও পড়ুন: কত ভোটের ব্যবধানে হারলেন নিপুণ?
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৭০ জন। ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটি জোটে ছিলেন মিশা ও ডিপজল। আরেক প্যানেলে লড়াই করেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।