বিনোদন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি রোমান্টিক গানের জন্য শ্রোতানন্দিত। দ্বৈত কণ্ঠে তারা উপহার দিয়েছেন বেশ কিছু মিষ্টি মধুর গান। সেই ধারাবাহিকতায় আবারও গাইলেন একটি সিনেমার জন্য। অনেকদিন পর ইমরান ও ন্যান্সিকে গাইতে দেখা যাবে ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়। এই গানের কথা লিখেছেন মাহমুদ মুরাদ। এস আই শহীদের সুর ও সংগীতে গানটির রেকর্ড হয়েছে সম্প্রতি।
গানটি নিয়ে গীতিকার মাহমুদ মুরাদ বলেন, ‘সুরকার এস আই শহীদ আমাকে ছবির গল্পটি শুনিয়েছিলেন। গল্পটি দারুণ। এজন্যই আমি গানটি লিখতে আগ্রহী হয়েছি। খুব চমৎকার সুর হয়েছে গানটির। আর ইমরান ও ন্যান্সির গায়কী নিয়ে তো বলার কিছু নেই। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি সবার ভালো লাগবে। সিনেমার মধ্যে অন্যতম হবে আমাদের এই গান।’
ইমরান বলেন, ‘এই গানটি রোমান্টিক। গানের কথাও সুন্দর। সাধারণত গানের কথা ও সুর বিশেষ মনে না হলে আমি অন্যের আয়োজনে গাই না। এই গানটি করে আমার ভালো লেগেছে। আশা করছি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।’

ন্যান্সি বলেন, ‘এই গান দিয়ে অনেকদিন পর সিনেমায় কণ্ঠ দিলাম। ইমরানের সঙ্গেও গাওয়া হলো বেশ বিরতির পর। রোমান্টিক গান, এসব গানের আবেদন সবসময়ই আমাদের শ্রোতাদের কাছে বেশি। আশা করছি এই গান সবার মন ছুঁয়ে যাবে।’
সুরকার এস আই শহীদ জানান, সম্প্রতি গানের শুটিং শেষ হয়েছে। সিনেমাটি কোরবানি ঈদে মুক্তির দেয়ার কথা। তখনই প্রকাশ হবে গানটি।
‘অফিসার ইনচার্জ’ সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, মাহিয়া মাহি, মিশা সওদাগর, ইফতিসহ আরও অনেকে।