images

বিনোদন

এবার কলকাতার ছবিতে পরীমণি, সঙ্গে সোহম চক্রবর্তী

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

আলোচনার পাশাপাশি সমানতালে সমালোচিত ঢালিউড অভিনেত্রী পরীমণি। কাজের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই বেশি কাটাছেড়া হয়। তবে আজকাল সে সুযোগটি কম দিচ্ছেন। একের পর এক কাজে যুক্ত হচ্ছেন। এবার নাম লেখালেন কলকাতার সিনেমায়। সঙ্গে সোহম চক্রবর্তী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর। 

‘ফেলুবকশি’ নামের একটি ছবতে নাম লিখিয়েছেন পরী। এটি নির্মাণ করবেন দেবরাজ সিনহা। ২৬ মার্চ থেকে কলকাতার লোকেশনে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি হবে ছবিটি। 

3d10e674fbd02ac3e031e1a7dd93260f-65f1753191b58

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পরী বলেন, “ফেলুবকশি” নামে কলকাতার একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই শুটিং শুরু হচ্ছে। এটি হতে যাচ্ছে আমার প্রথম কলকাতার ছবি।

আরও বলেন, কলকাতার ছবিতে কাজের প্রতি আগে থেকেই আমার লোভ ছিল। আমার মনে হয়েছে, তাদের কাজগুলো অনেক গোছানো হয়। শুটিংয়ের আগে–পরে কাজের দারুণ জার্নিও হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। যা হোক, গত বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই, এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। মনে হয়েছে, এটি দিয়ে শুরু করা যায়।

429562372_399189512705756_2062227574813569152_n

এর বেশি বলতে নারাজ নায়িকা। শুধু জানিয়েছেন জানিয়েছেন, এটি থ্রিলার গল্পের ছবি। ছবিতে তার চরিত্রের নাম লাবণ্য, রহস্যময় এক চরিত্র। বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম।

বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমণি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে। এবার যুক্ত হলো টলিউডের সিনেমা।