images

বিনোদন

ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না: মাহিয়া মাহি 

বিনোদন ডেস্ক

১০ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম

গাজীপুরের কামরুজ্জামান রাকিব সরকারের সঙ্গে বিয়ের পর অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েছিলেন মাহিয়া মাহি। ব্যস্ত হয়ে পড়েছিলেন সংসার ও ব্যবসায়। শেষে ব্যস্ততার তালিকায় যোগ হয় রাজনীতি। 

এদিকে সম্প্রতি রাকিবের সঙ্গে বিচ্ছেদ হতেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। ফের কাজে মনোযোগ দেবেন ভাবছেন। জানিয়েছেন ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবন না।

422723310_1058007935466690_173529144266509110_n_20240217_112333309_20240228_164519698

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বলেন, ‘অনেক প্রস্তাব ছিল আমার কাছে। বড় নির্মাতা ও ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আমার সঙ্গে কাজ করতে চেয়েছিল। আমি রাজি হলে অন্তত পাঁচটি ভালো সিনেমা করতে পারতাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার কারণেই। বাছ-বিচার ছাড়াই সবাইকে ফিরিয়ে দিচ্ছিলাম। এখন ঘোর থেকে বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। এখন একের পর এক কাজ করতে চাই।’

গত মাসে ঘর ভাঙার খবর দেন মহি। সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

mahi-20220516121311

এরপর তিনি বলেছিলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।