বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৪, ০৩:৫১ পিএম
দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ ডাকা হয় নয়নতারাকে। দুর্দান্ত অভিনয় গুণের মাধ্যমে অজস্র অনুরাগীর হৃদয়ে আসন নিয়েছেন তিনি। এবার তাদের মন খারাপের পালা। গুঞ্জন উঠেছে সংসার ভাঙতে চলেছে অভিনেত্রীর।
এ ইঙ্গিত পাওয়া গেছে নয়নতারার সোশ্যাল হ্যান্ডেল থেকে। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’’প্রিয় তারকার এমন পোস্ট দেখে নড়েচড়ে বসেছেন ভক্তরা। নানারকম প্রশ্ন করেছেন তারা। তবে বিষয়টি নিয়ে দ্বিতীয়বার কিছু বলেননি।
ভিগনেশ শিবানের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করেছেন নয়নতারা। তারপর ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। একই বছরে এত কিছুর জন্য স্বামীকে বার বার কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।
সদ্য গত হওয়া ভালোবাসা দিনও স্বামী ভিগনেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় নয়নতারার। কিন্তু তার দিন কয়েকের মধ্যেই কী এমন ঘটল তা বুঝতে পারছেন না অনেকেই।