images

বিনোদন

মাহির ‘আস্থার আস্তানা’ নিয়ে স্বামী রাকিব সরকারের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম

আস্থার জায়গা খুঁজছিলেন মাহিয়া মাহি। পেয়ে গেছেন আস্তানা। সামাজিক মাধ্যমে সচিত্র জানিয়েছেন নায়িকা। এরপরই বিষয়টি নিয়ে বিস্ফোরক তার স্বামী রাকিব সরকার। আস্থার আস্তানায় সীসা সাজানো থাকে বলে মন্তব্য তার।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে সন্তান ফারিশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন রাকিব। সেখানে লিখেছেন, ‘আস্থা…! শব্দটির সাথে যখন ডিক্লেয়ারেশন ইস্যু যুক্ত হয় তখন তার সাথে সাথে বিশ্বাস,নির্ভরতা ছাড়াও গভীরে অনেকগুলো সমার্থকের উপস্থিতি উপলব্ধি হওয়া খুবই প্রাসঙ্গিক।’

417485644_1074811867119630_5218065845552689070_n

মাহির আস্থার আস্তানায় মাদক দ্রব্য সেবন করা হয় এমন ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘ভয়ংকর রাতে আস্থার আস্তানায় সাজানো শীসা। তার সদস্যদের সবাই দেখল। ওই আস্তানার প্রধান ফটোগ্রাফীর অজুহাতে আড়ালেই রয়ে গেল। সপ্তাহ-দশদিনে তো আর এমন আস্থা অর্জন করা সম্ভব না। ’

সবশেষে সন্তান ফারিশের উদ্দেশে রাকিব লিখেছেন, ‘সবাই একই রকম ভাগ্য নিয়ে দুনিয়ায়  আসে না বাবা। ইনশাআল্লাহ তোমার জন্য বাবাই যথেষ্ট ফারিশ।’

417446974_1074811997119617_6788539230315768989_n

এর আগে আস্থার খোজ পেয়েছেন এমন আভাস দিয়েছিলেন মাহি। নিজের ফেসবুকে কিছু ছবি দেন তিনি। সেখানে তাকে দেখা গেছে শিরিন শিলা, জয় চৌধুরী, শিপন মিত্রদের সঙ্গে। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, সহকর্মীদের সঙ্গে সময়টা জমিয়ে কাটাচ্ছেন তিনি। এই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আস্থার আস্তানা।’ এতে স্পষ্ট সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই তার আস্থার জায়গা। তবে রাকিব সরকারের পোস্ট থেকে ধারণা করা হচ্ছে ওই আস্থার আস্তানার রাতকে ভয়ংকর রাত বলে অভিহিত করছেন। 

দিন কয়েক আগে ঘর ভাঙার খবর দেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মহি। তিনি জানান স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
সেসময় এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।’

417507402_1074812013786282_761656923804181107_n

এরপর তিনি বলেছিলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।