images

বিনোদন

বিয়ে করলেন সত্যজিৎ রায়ের নাতি, দাওয়াত পেল না কেউ 

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম

বিয়ের পিঁড়িতে বসেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নাতি সৌরদীপ। তবে তার এ বিয়েতে দাওয়াত পায়নি টলিউড ইন্ডাস্ট্রির কেউ। কেনন বিয়েটা গোপনে করেছেন সৌরদীপ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সৌরদীপ বরাবরই তার বিয়েকে গোপন রাখতে চেয়েছিলেন। তাই বিয়েতে শুধু নিজের পরিবারের নিকট আত্মীয়দের দাওয়াত করেছেন। ইন্ডাস্ট্রির কেউই নিমন্ত্রণ পাননি এ বিয়েতে।

বিয়ে গোপন রাখার কারণ হিসেবে সৌরদীপ বলেন, ‘এত শোরগোল ভালো লাগে না। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চেয়েছি। আর তাই দুই পরিবারের উপস্থিতিতে বিয়েটা সেরেছি। আলাদা করে কোনও অনুষ্ঠান হবে না।’

প্রেমিকা সৃজাতাকে বিয়ে করেছেন সৌরদীপ। ১২ বছরের সম্পর্ক তাদের। সৃজাতার সঙ্গে নিজের বাড়িতেই আইনি বিয়ে সেরে ফেলেছেন সন্দীপ ও ললিতা রায়ের একমাত্র ছেলে সৌরদীপ। ১ মার্চ টলিক্লাবে আয়োজিত হচ্ছে রিসেপশন। সেখানেই আমন্ত্রিত থাকবেন সন্দীপ রায়ের ইন্ডাস্ট্রির বন্ধুরা।