images

বিনোদন

আসছে ‘জ্বীন-২’, নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে 

বিনোদন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল ছবিটি। এবার আসছে এ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-২’। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছবিটির মুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ছবিটিকে। বিষয়টি নিয়ে জাজের ফেসবুকে জানানো হয়েছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘মোনা: জ্বীন-২’। ছবিটি। 

আরও পড়ুন: ‘জ্বীন’ সিনেমা একা দেখতে পারলে এক লাখ টাকা পুরস্কার

লেখা হয়েছে,“জামালপুরে এক ব্যক্তির বাড়িতে জ্বীনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন । কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা জ্বীনের উৎপাতে সেই বাড়িটি ছেড়ে দেন” এই সংবাদের উপর ভিক্তি করে সিনেমাটির গল্প । এবং গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে একটি ফিকশন । 

মোনা চরিত্রে অভিনয় করছে একটি ১২ বছরের মেয়ে। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।