images

বিনোদন

কাঁদতে কাঁদতে যা বললেন মাহি 

বিনোদন ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ এএম

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মাহিয়া মাহি। সামাজিক মাধ্যমে এ খবর ভিডিও বার্তার মাধ্যমে ঢালিউড অভিনেত্রী নিজেই জানিয়েছেন। 

417427177_1052192752714875_8797001786052992746_n

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক থেকে ভিডিওর মাধ্যমে রাকিবের সঙ্গে আলাদা বাসের কথা জানান মাহি। এ সময় রাকিবের প্রশংসাও করেন তিনি। খুব শিগগিরই আইনিভাবে সম্পর্কের ইতি টানবেন উল্লেখ করেন। 

আরও পড়ুন: ভেঙে যাচ্ছে মাহিয়া মাহির সংসার

তবে ভিডিওতে কথা বলতে গিয়ে শেষের দিকে আবেগ সংবরণ করতে পারেননি মাহি। কাঁদতে কাঁদতে বলেন, আমার যে ছোট বাবুটা। আমার ফারিস আমার কলিজার টুকরা। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিসের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিসকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।’

আরও পড়ুন: পারিশ্রমিকের ৯ লাখ টাকা ফেরত দিলেন মাহি

তিনি আরও বলেন, ‘আমি জানি আমার এ ভিডিও দেখে হয়তো অনেকে অনেক কথা বলবেন। অনেক রকমের বাজে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো আমার বুকে তীরের মতো বিধবে। কষ্ট হয়। কিছু বলি না। কিন্তু লিখেন না। আমি কষ্ট পাই।

mahi_20240217_004007562

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিলেন বিচ্ছেদের সিদ্ধান্ত।