images

বিনোদন

মিমির কাছে ক্ষমাপ্রার্থী রাজ

বিনোদন ডেস্ক

০৫ মে ২০২২, ০৩:১৫ পিএম

সদ্য শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বেশ সফলভাবে শেষ হয়েছে এবারের আসর। তবে উৎসব শেষ হতেই বিস্ফোরক মিমি চক্রবর্তী। তার দাবি, আয়োজক কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানাননি। এতে তিনি অপমানিত হয়েছেন।

জি-নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি বলেন, ‘আমার লেটারবক্সে একটা আমন্ত্রণপত্র এসেছিল। কিন্তু তারপর ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি। আমি জানিও না কবে কোন ইভেন্ট আর প্রেস কনফারেন্স হয়েছে। আমাকে কেউ জানাননি। সেজন্য আমি যাইনি। আগে আমাকে ডাকা হলে আমি নিশ্চয়ই যেতাম।’

Mimi Chakrabarty

এ সময় মিমি উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তীর দিকে আঙুল তুলে বলেন, ‘দিদি (মমতা বন্দোপাধ্যায়) তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। তার পক্ষে সবকিছু দেখা সম্ভব না। এটাই দুঃখ লাগে যে, কেউ আমাকে ডাকেননি। যারা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে ছিলেন, একটা ফোন তো দূরের কথা, তারা কেউ মেসেজও করেননি।’

এমন অভিযোগের প্রেক্ষিতে রাজ জানান, সময় কম থাকার কারণে মিমিকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম ছিল। মাত্র ১৫ দিনের মধ্যেই সব আয়োজন করতে হয়েছে। এটা খুব কম সময়। এ কারণে মিমির বাসায় আমন্ত্রণপত্র উৎসবের দু’দিন আগে পৌঁছেছে।’

Mimi

এজন্য ক্ষমা চেয়ে রাজ বলেন, ‘এই পরিস্থিতিতে অভিনেত্রীর যদি উদ্যোক্তাদের কোনো আচরণে খারাপ লেগে থাকে, তাহলে আয়োজকদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।’

রাজের প্রাক্তন প্রেমিকা ছিলেন মিমি চক্রবর্তী। তুরস্কে একটি সিনেমার শ্যুটিংয়ের সময় সেখানকার একজনের সঙ্গে ঘনিষ্ঠ হন এ নায়িকা। ফলে বিচ্ছেদ হয় তাদের। পরে শুভশ্রীকে বিয়ে করেন টলিউডের এই জনপ্রিয় পরিচালক।

আরএসও