বিনোদন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভাগ্যলক্ষী বলা হয় দীপিকা পাড়ুকোনকে। কিং খানের হাত ধরেই বি-টাউনে শুভ সূচনা হয়েছিল তার। ‘ওম শান্তি ওম’ নামের সে ছবি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।
এরপর পেছন ফিরে তাকাতে হয়নি বাজিরাও মাস্তানিকে। তরতর করে বাড়িয়েছেন নিজের জনপ্রিয়তা। হয়েছেন শাহরুখের আস্থার জায়গা। আজ পর্যন্ত তারা একসঙ্গে যে কাজগুলো করেছেন তার কোনোটাই ব্যর্থ হয়নি।
আরও পড়ুন: শাহরুখের মায়ের চরিত্রে দীপিকা!
কিন্তু অবাক করার মতো হলেও সত্য যে, শুরুতে শাহরুখের সঙ্গে ছবি করার কোনো স্বপ্ন ছিল না দীপিকার। অন্য কেউ ছিলেন তার কাঙ্ক্ষিত। ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি গায়ক হিমেশ রেশমিয়া। তার সঙ্গেই পর্দায় জুটি বাঁধতে চেয়েছিলেন এ নায়িকা।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল হিমেশের গানের অ্যালবাম ‘আপ কা সুরুর’। সেই অ্যালবামের একটি মিউজ়িক ভিডিওতে কাজ করেছিলেন দীপিকা। সেবারই প্রথম ক্যামেরার সামনে শুটিং করার অভিজ্ঞতা হয় তার। ওই মিউজ়িক ভিডিওতে কাজ করে এতই খুশি হয়েছিলেন দীপিকা, যে তার সঙ্গে হিন্দি ছবিতে কাজ করতেও উৎসুক হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে দীপিকার ভাষ্য, ‘‘যখন আমাকে ওই মিউজ়িক ভিডিওর জন্য নির্বাচন করা হয়েছিল, আমি তখন শুটিং সম্পর্কে কিছুই জানতাম না। তার আগে কখনও কোনও ছবির সেটে যাইনি, জানতাম না কীভাবে শুটিং হয়। আমি আজ যা কিছু শিখেছি, সবকিছুর শুরু ওই মিউজ়িক ভিডিও থেকে।’’
আরও পড়ুন: ইনস্টাগ্রামে কাদের অনুসরণ করেন শাহরুখ খান
হিমেশকে ধন্যবাদ জানিয়ে দীপিকা বলেন, ‘‘যখন আমাকে কেউ চিনত না, আপনি আমার ওপর ভরসা করেছিলেন। আপনাকে ধন্যবাদ, আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য।’’
এদিকে নতুন বছরের শুরুতে দীপিকার ওপর ভরসা করে ঠকেননি হৃতিক রোশন। ‘ফাইটারে’র সাফল্য তার প্রমাণ। মুক্তির পর থেকেই সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে ছবিটি। ওই জায়গা থেকে বলা যায়, হিমেশ থেকে শাহরুখ হয়ে হৃতিক কেউ তার ওপর ভরসা করে খালি হাতে ফেরেননি।