বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ০১:১০ পিএম
দক্ষিণি সিনেমার সবচেয়ে বড় তারকা রজনীকান্ত। গত বছর বিরতি ভেঙে ফিরেছেন নতুন ছবি ‘জেলার’ নিয়ে। প্রেক্ষাগৃহে চালিয়েছেন তাণ্ডব। রোজ গড়ে এক শ কোটি করে আয়ের ঝুলিতে তুলেছে ছবিটি।
পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে ১৬৯টি সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত। তবে একটি চরিত্রে অভিনয় করা হয়নি তার। সেটি হলো রূপান্তরকামীর চরিত্র। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করতে চান।
আরও পড়ুন: ৩২ বছর পর এক হচ্ছেন অমিতাভ-রজনীকান্ত
ওই ভিডিওতে রজনীকে বলতে শোনা যায়, ‘সব ধরনের ছবিতে অভিনয় করেছি আমি। ৪৫ বছরে ১৬০টি ছবি রয়েছে আমার ঝুলিতে। কিন্তু এবার এক রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করতে চাই।’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে প্রণাম করে কটাক্ষের শিকার রজনীকান্ত
এদিকে রজনীকান্তের এই ইচ্ছা পোষণের পর কেটে গেছে কয়েক বছর। তবে রূপান্তরকামী চরিত্রে তাকে দেখা যায়নি পর্দায়। অবশ্য এ নিয়ে আর কোনো কথাও বলেননি দক্ষিণি এই সুপারস্টার।
রজনীকান্তের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’ পরিচালনা করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই ছবিতে রজনীকান্তকে দেখা গেছে পুলিশ কর্মকর্তার চরিত্রে। আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।