images

বিনোদন

এ বছর ভেবেছি সিগারেট খাব না: স্বস্তিকা 

বিনোদন ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

নতুন বছরের শুরুতে অনেকেই বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই দলে রয়েছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সিদ্ধান্ত নিয়েছেন এ বছর সিগারেট খাবেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা। 

আরও পড়ুন: ব্লাউজের মাপ আমাদেরই ঠিক করতে হবে: স্বস্তিকা

স্বস্তিকা বলেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাবো আশা করি।’

আরও পড়ুন: সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সুর চড়ালেন স্বস্তিকা মুখার্জী

টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করছেন স্বস্তিকা। এরইমধ্যে শেষ করেছেন কয়েকটি কাজ। সেগুলো নিয়ে তিনি বলেন, ‘এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাব না, ফাস্ট ফুড খাব না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দুদিন খাইনি। আজ (১৭ জানুয়ারি) সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাব আশা করি।’

এদিকে টলিউডের এই লাস্যময়ী যুক্ত হয়েছেন বাংলাদেশের একটি সিনেমায়। ‘ওয়ান ইলেভেন’নামের সে ছবিতে অংশ নিতে এপ্রিলে ঢাকা আসবেন বলে জানা গেছে। এতে তার সঙ্গে অভিনয় করবেন আফজাল হোসেন।