images

বিনোদন

মা হারালেন অভিনেত্রী সায়নী ঘোষ 

বিনোদন ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের মা সুদীপা ঘোষ মারা গেছেন। গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অনেক দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা সুদীপা ঘোষ। তবে রোববার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে তাকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। পরদিন সোমবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল অভিনেত্রীর মায়ের। 

আরও পড়ুন: নায়িকার মন রাখতে দীর্ঘদিনের প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ

আরও পড়ুন: ৫ ঘণ্টা অপেক্ষা, তৃষ্ণার্ত অভিনেত্রী পেলেন না এক বোতল পানি

সায়নী ঘোষ অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত। যুক্ত আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তার মায়ের মৃত্যুর খবর দলের পক্ষ থেকেই জানানো হয়েছে। দলের মুখপাত্র এবং চিকিৎসক-সাংসদ শান্তনু সেন জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন উনি। হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি প্রয়াত হন।

এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সায়নী। শোকের ছায়া নেমেছে তার বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের সহকর্মীদের মাঝে। অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেত্রীর প্রতি জানাচ্ছেন সমবেদনা।