বিনোদন ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম
লম্বা হওয়ার কারণে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র খুঁজে পাচ্ছিলেন না। জানিয়েছিলেন নিজের সমান উচ্চতার পাত্র পেলেই বিয়ে করবেন। এদিকে মৌসুমীর আজ শুক্রবার বিয়ে। সবার মনে একটাই প্রশ্ন, মৌসুমী নিজের সমান লম্বা পাত্র পেয়েছেন? সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই দিয়েছেন এর উত্তর।
আরও পড়ুন: বিয়ে করছেন মৌসুমী, পাত্র কে?
মৌসুমী বলেন, ‘উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তাঁর মনমানসিকতা আমাকে তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।’
আরও পড়ুন: লম্বা ছেলে পাইনি, তাই বিয়ে করা হয়নি: মৌসুমী
আজ শুক্রবার রানার সঙ্গে মৌসুমীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে তার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরও পড়ুন: কাছের মানুষজনই আমার সব ওলট-পালট করে দিয়েছে: মৌসুমী
মৌসুমীর মতো রানাও শোবিজের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার প্রেছনে। জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন তারা। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।
বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।