images

বিনোদন

ভোট দিয়ে যা বললেন মমতাজ 

বিনোদন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম

আজ ৭ জানুয়ারি চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে লড়ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। দিনের প্রথম প্রহরেই ভোট প্রদান করেন তিনি। এরপর কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে।

আরও পড়ুন: ম্যাট্রিক পরীক্ষার মতো চাপ অনুভব করছি: ফেরদৌস

মমতাজ বলেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে। প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

আরও পড়ুন: আমার জয় কেউ ঠেকাতে পারবে না: হিরো আলম

মমতাজ ছাড়াও নৌকার মনোনীত তারকা প্রার্থীরা হলেন নন্দিত অভনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ। নূর লড়ছেন নীলফামারী-২ আসন থেকে। এ আসনের চারবারের সংসদ সদস্য তিনি। অন্যদিকে ফেরদৌস আছেন ঢাকা-১০ আসনে। ভোটের মাঠে এবারই প্রথম তিনি।