বিনোদন ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম
কবিতা মানেই যেমন কবির জীবনের গল্প নয়। তেমনই কবির জীবনের অনেক কথাই উঠে আসে কবিতায়। মনের আজান্তেই শব্দে, বাক্যে জায়গা করে নেয় ব্যক্তিগত ভালোবাসা, বিরহ ও সংকটের কথা।
ট্রান্সজেন্ডার নারী ও অভিনেত্রী তাসনুভা শিশির জীবনে কম প্রতিবন্ধকতার সম্মুখীন হননি। তার নামের সঙ্গে মিশে আছে প্রতিবন্ধকতা, ভেঙে পড়া, ঘুরে দাঁড়ানো এবং সবশেষে জয়ের গল্প। ব্যক্তিজীবনের অভিজ্ঞতা প্রভাব ফেলে তার কবিতায়। সেসব কবিতা নিয়ে শিশির এবার হাজির হচ্ছেন বইমেলায়।
আরও পড়ুন: ওয়াশিংটন ডিসির মঞ্চে তাসনুভা শিশির
আসন্ন বইমেলায় ‘পারিখ’ নামের একটি কাব্যগ্রন্থ আনছেন শিশির। তিনি বলেন, ‘কবিতার বইয়ের মাধ্যমে লেখক হিসেবে আমার প্রথম আত্মপ্রকাশ হতে যাচ্ছে। সবার ভালোবাসা চাই। আমার বিশ্বাস কবিতাগুলো সবার ভালো লাগবে। কারণ, আমার জীবনের নানা পর্যায়ে কবিতাগুলো লেখা।’
৫০টি কবিতা দিয়ে তাসনুভা শিশির সাজিয়েছেন তার ‘পারিখ’। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশ পাবে এ কাব্যগ্রন্থ।

তাসনুভা শিশির ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন ২০২১ সালে দেশের প্রথম রূপান্তরিত নারী সংবাদ পাঠক হিসেবে। এর বাইরে একজন শিল্পী তিনি। থিয়েটার থেকে চলচ্চিত্র সর্বত্রই বিচরণ তার। বর্তমানে থিতু হয়েছেন যুক্তারাষ্ট্রে। জীবন যাপনের জন্য অন্য কোনো পেশা বেছে নেননি। সাহস ও আত্মবিশ্বাসে ভর করে সাত সমুদ্র তেরো নদীর ওপার গিয়েও যাপন করছেন একজন অভিনয় শিল্পীর জীবন। যুক্ত আছেন থিয়েটারের সঙ্গে।
গত বছরের ১৩ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ওলি ম্যামাথ থিয়েটারে একাধিকবার মঞ্চস্থ হয়েছে ‘পাবলিক অবসিনিটিস’ নামের একটি নাটক। এতে শিশির অভিনয় করেছিলেন সৌ নামের একটি চরিত্রে।