বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢালিউড অভনেত্রী মাহিয়া মাহির নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে এ কথা মাহি নিজেই জানিয়েছেন।
আজ রোববার নিজের ফেসবুকে মাহি কয়েকটি ছবি দিয়েছেন। সেখানে আগুন দেওয়া অফিসের চিত্র তুলে ধরেছেন তিনি। সেইসঙ্গে লিখেছেন, গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন এর ভাগাইল এর অফিসে গতকাল রাত ২ টায় আগুন দিয়েছে।
আরও পড়ুন: চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু মন নেই: মাহি
মাহির পোস্টের মন্তব্যের ঘরে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা উচিত। অনেকেই জানিয়েছেন নিন্দা। দুঃখও প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মাহি বলেন, ‘শনিবার রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে আমার ওই নির্বাচনি অফিসে আগুন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।’
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে গোদাগাড়ী থানায় জিডি করেন মাহি। এরপর তিনি ভীতসন্ত্রস্ত বলে দাবি করেন। তাকে পরিকল্পিতভাবে ভোটের মাঠে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন। প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।
এদিকে মাহির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের সামনের অংশের যে করিডোর সেখানে আগুনের আলামত পাওয়া গেছে, শুধু করিডোর অংশটুকুই পুড়েছে। প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। আমরা খবর পেয়েই এসেছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: অন্য এলাকার ভোটাররা এসে ভোট চাইছেন মাহির জন্য
আসন্ন সংসদ নির্বাচনে নৌকার টিকিটে নির্বাচন করতে চেয়েছিলেন মাহি। চেয়েছিলেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মননোয়ন। দল তাকে টিকিট না দিলে রাজশাহী ১ থেকে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।