বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতা লি সান কিউন আর নেই। আজ বুধবার সকালে গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রয়টার্স সূত্রে খবর, সিওলের একটি পার্কের ভিতরে রাখা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার অভিনেতা লির দেহ উদ্ধার করা হয়। অভিনেতার মৃত্যুর নেপথ্যকারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: রাস্তায় তর্কে লিপ্ত অভিষেক-ঐশ্বরিয়া
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছিলেন লি। তার বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি সুইসাইড নোট খুঁজে পান অভিনেতার স্ত্রী। লির সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। সিওলের একটি পার্ক থেকে লির মৃতদেহ পাওয়া যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আরও পড়ুন: ২০ বছর পর ফের নিজের স্ত্রীকে বিয়ে করলেন কেডি পাঠক!
অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন কিউন। নাইটক্লাবে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিনেতার মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
২০১৯ সালে বং জুন-হোর পরিচালনায় দক্ষিণ কোরিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্ল্যাক কমেডি ঘরানার ছবি ‘প্যারাসাইট’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন লি। এ ছাড়া আরও বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।