images

বিনোদন

এক যুগ পর জেমসের নতুন গান

বিনোদন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২২, ০৭:০৭ পিএম

দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার জেমস। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য অনুরাগী রয়েছে তার।

দেশে-বিদেশে নিয়মিত গান করে যাচ্ছেন জেমস। সেইসঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তার মতো করে। বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে।

তবুও দীর্ঘ একযুগ ধরে তার অনুরাগীদের ক্ষুধা মিটছিল না। কেননা, এই ১২ বছর জেমস কোনো একক গান উপহার দেননি তাদের। এটাই ছিল তাদের আক্ষেপের কারণ।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। এবার ঈদ উপলক্ষে চাঁদরাতে আসছে জেমসের নতুন একটি গান। গানটির কথা ও সুর করেছেন জেমস নিজেই। এটি প্রকাশ পাবে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে।

আজ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে বসুন্ধরার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন জেমস। এ সময় তিনি বলেন, ‘বসুন্ধরা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। একজন শিল্পীর জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্যই কাজটি হয়েছে। আশা করি ভালো কিছু হবে।’

নতুন গান আনতে একযুগ লেগে যাওয়ার কারণ জানতে চাইলে জেমস বলেন, ‘এতদিন পর গান করছি, আসলে ভালো লেগেছে তাই। তাছাড়া এতদিন এমন প্রস্তাব আমাকে আর কেউ দেয়নি। ভবিষ্যতে আরও কিছু একক গান করব। পরে অ্যালবাম করার ইচ্ছা আছে।’

দেশে-বিদেশে খ্যাতিসম্পন্ন এই গায়ক তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন জেমস।

আরআর/আরএসও