বিনোদন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
তারকাদের ফোন নম্বরের প্রতি ভক্তদের বিশেষ আগ্রহ থাকে। নম্বর সংগ্রহ করতে পাগলামির নজীরও কম নেই। সেই তারকা যদি নিজেই ফোন নম্বর দেন তাহলে ব্যাপারটি মেঘ না চাইতে জলের মতো। আর তিনি যদি হন শাহরুখ খান তাহলে তো কথাই নেই।
শাহরুখ খানের নম্বর সংগ্রহে রাখতে চান না এমন সিনেমাপ্রেমী পাওয়া কঠিন। গুগলের মতো সার্চ ইঞ্জিনে রীতিমতো ট্রেণ্ড করে তার নম্বরের খোঁজ। কিং খান আবার সংখ্যাতত্ত্বে বিশ্বাসী। তার কাছে ৫৫৫ এই তিনটে নম্বর ভীষণ লাকি। সে গাড়ির নম্বর হোক অথবা ফোন। এই তিন সংখ্যা তিনি রাখার চেষ্টা করেন।
আরও পড়ুন: শাহরুখ খানের স্ত্রীকে আইনি নোটিশ
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বছর খানেক আগে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, তার ফোন নম্বর কত? গোপন করেননি তিনি। সকলের সামনেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, 5559960321 -- এই নম্বরে কল করলেই নাকি পাওয়া যাবে তাকে। মাঝরাতের পর কল করতে বলেছিলেন। তবেই তার থেকে উত্তর মিলবে।
আরও পড়ুন: অবশেষে সালমান খানের বাড়িতে বাজছে বিয়ের বাদ্য
অনেকেই ভেবেছিলেন শাহরুখ খান বুঝি মজা করছেন! না পুরোটা মজা তিনি করেননি। তার নম্বরের মধ্যে যে ৫৫৫ লুকিয়ে রয়েছে সে ইঙ্গিতই দিয়েছিলেন শাহরুখ খান।
গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি।