images

বিনোদন

আমার জীবনে ‘স্পেশাল’ কেউ নেই: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ এএম

প্রেম-ভালোবাসা আবেগ ও অনুভূতির অপূর্ব এক সংমিশ্রণ। এখানে যেমন সুখানুভূতি থাকে, তেমন থাকে দুঃখের সম্ভাবনা। তবু মানুষ ভালোবাসে। একে অপরের কাছে আসে। সেই সব ভালোবাসার মানুষদের জন্য একটি বিশেষ দিন—ভ্যালেন্টাইনস ডে। 

তবে কারও কাছে ভালোবাসা মানে শুধুই যুগলদের প্রেম নয়। তাদের কাছে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম। চিত্রনায়িকা অপু বিশ্বাস তাদেরই একজন। তাঁর ভাষ্য, “ভালোবাসা মানে শ্রদ্ধার একটি ব্যাপার। ভালোবাসা বলতে আমি বুঝি, কাজকে ভালোবাসা। পরিবারকে ভালোবাসা। আশেপাশের মানুষকে ভালোবাসা। প্রত্যেকটি দিনই আমার কাছে ভালোবাসার। কারণ, প্রতিটি দিন আমি সুন্দরভাবে ভালোবেসে শুরু করি।”

Apu
বিবাহবিচ্ছেদের পর এখনও একা অপু । ছবি: ফেসবুক

ভালোবাসা দিবসে মাকে খুব করে মনে পড়ছে অপুর। তার ভালোবাসার সবটুকু ঘিরে ছিলেন তিনি। ভারাক্রান্ত কণ্ঠে অপু বলেন, “আমার মাকে ঘিরেই ছিল আমার ভালোবাসা। কিন্তু তিনি আজ বেঁচে নেই। এখন সমস্ত ভালোবাসা আমার সন্তান জয়কে ঘিরে।”

অপু ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসারের ইতি টেনেছেন বছর চারেক হলো। এরমধ্যে কি অপু নতুন কারও প্রেমে পড়েছেন—জানতে চাইলে তিনি বলেন, “এমন কেউ আসেনি আমার জীবনে। স্পেশাল কেউ নেই। সামনে আসার সম্ভাবনাও কম। সিনেমাই আমার কাছে ভালোবাসা। এটা নিয়েই থাকতে চাই।”

Apu Biswas
অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

এদিকে ভালোবাসা দিবসের আগে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি। এতে তিনি প্রথমবার জুটি বেঁধেছেন বাপ্পী চৌধুরীর সঙ্গে। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস। 

আরএসও