বিনোদন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩, ০২:১১ পিএম
সামাজিক মাধ্যমে আলোচিত নাম জায়েদ খান। যেখানেই যান তাকে ঘিরে ধরে উৎসুক জনতা। তিনিও আলোচনার এই রেশ ধরে রাখতে প্রতিনিয়ত নতুন কোনো পদ্ধতি অবলম্বন করেন। এতদিন নিজের পোশাক ও নারী সম্পর্কিত কথাবার্তা বললেও আজকাল দিচ্ছেন ডিগবাজি। সেটিও হয়েছে ভাইরাল।
আরও পড়ুন: জায়েদের ডিগবাজিকে ‘বাদুড় নাচ’ বললেন সোহেল রানা
জায়েদ খানের পর সামাজিক মাধ্যমে এবার প্রকাশ পেল জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খানের ডিগবাজির ভিডিও। নাসির উদ্দিন নিজেই তার ফেসবুকে প্রকাশ সেটি। সেখানে দেখা গেছে, ডিগবাজি দিয়ে ওপর থেকে সুইমিং পুলের পানিতে ঝাপিয়ে পড়ছেন তিনি।
আরও পড়ুন: জায়েদের ডিগবাজি নিয়ে যা বললেন নিপুণ
তবে ডিগবাজিটি যে আলোচনায় থাকতে না, নিছক মজার ছলে ছিল তা স্পষ্ট নাসির উদ্দিনের কথায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বলী সিনেমার শুটিং শেষের খুশিতে একটা ডুক্কি মেরেছিলাম। নির্ঘন্ট: ডুক্কি। ডুক্কি একটি চাটগাঁইয়া শব্দ, এর অর্থ ডুব।’
তবে নাসির উদ্দিন একে ডুব বলে আখ্যায়িত করলেও অনেক একে ডিগবাজিও বলা হয়। নেটিজেনদের কেউ কেউ বলছেনজায়েদ খানের পর এবার নাসির উদ্দিনের ডিগবাজি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, জায়েদ খান প্রো। অন্য একজন আবার এর ঘোর বিরোধিতা করেছেন। অবশ্য নিয়ে অভিনেতা কোনো মন্তব্য করেননি।