বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
শিল্পীদের জন্য অভিনয়শিল্পী সংঘের আন্তরিকতার খবর সবার জানা। অভিনয়শিল্পীদের সংকটকালে ছুটে আসেন তারা। এবার সংগঠনটির সাধারণ সম্পাদক রওনক হাসান ব্যক্তিগতভাবে নজীর গড়লেন। ক্যানসার আক্রান্ত সহশিল্পীকে দিলেন এক লাখ টাকা।
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজা হোসেন। চিকিৎসার খরচ জোগাতে খাচ্ছিলেন হিমশিম। এদিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে রওনক পেয়েছিলেন ১ লাখ টাকা। ওই টাকা নিয়েই পাশে দাঁড়ান আফরোজার। নিজের জন্য খরচ না করে পুরো টাকা তুলে দেন তার হাতে।
এ প্রসঙ্গে রওনক বলেন, ‘‘গ্রিন টিভির ‘১১ নাম্বার গাড়ি’ অনুষ্ঠানের কুইজ জিতে এই টাকাটা পেয়েছিলাম। আমাদের প্রিয় সহশিল্পী ক্যান্সারে আক্রান্ত আফরোজা আপার হাতে তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে! আফরোজা আপা এখন ভারতে চিকিৎসা নিচ্ছেন। সবাই প্রার্থনা করবেন আপার জন্য। আমরা সবাই এক পরিবার।’’
আফরোজা সেপ্টেম্বরে জানতে পারেন তিনি জরায়ু ক্যানসারে আক্রান্ত। পরে তা ছড়িয়ে পরে মেরুদণ্ডে। এতদিন নিজের যা ছিল তাই দিয়ে চিকিৎসার খরচ চালাচ্ছিলেন আফরোজা। কিন্তু এতে হচ্ছিল না। খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন অভিনেত্রী। এ অবস্থায় রওনক পাশের দাঁড়ালেন তার।