images

বিনোদন

আজ নয়, দেশে কবে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’? 

বিনোদন ডেস্ক

০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম

একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল ‘অ্যানিমেল’-এর। অবশেষে মন খারাপ করা খবর, আজ শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে না ছবিটি। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন অনন্য মামুন। সেখানে তিনি বলেন, ‘‘আইনগত কোনো জটিলতা নেই। ‘অ্যানিম্যাল’ বাংলাদেশে আসতেছে এটা শতভাগ নিশ্চিত। আমাদের কিছু শিপমেন্টের জটিলতার কারণে আজ মুক্তি পায়নি। হয়তো রোব-সোমবারের দিকে সেন্সর হয়ে যাবে।’’

আরও পড়ুন: মুক্তির দিনই ফাঁস ‘অ্যানিমেল’-এর আসল চমক 

মামুন আরও বলেন, ‘অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন।’

আরও পড়ুন: মুক্তির আগেই ‘জাওয়ানে’র রেকর্ড ভাঙল ‘অ্যানিমেল’ 

এদিকে গতকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডের একাধিক সদস্য সংবাদমাধ্যমকে জানান, সেন্সরে জমা পড়েনি ‘অ্যানিমেল’। বিষয়টি স্বীকার করে মামুন জানান তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেও সেন্সর বোর্ডে জমা পড়েনি ছবিটি। সেইসঙ্গে আশ্বস্ত করেন, যেদিন ছাড়পত্র পাবে সেদিনই প্রেক্ষাগৃহে আসবে এ ছবি।

২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।