বিনোদন ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
বছরটা দান দান তিন দান দিয়ে শেষ করবেন শাহরুখ খান। এরইমধ্যে দুই দান শেষ করেছেন কিং খান। দুই বারই সফল। এবার শেষ দান তথা ‘ডানকি’র অপেক্ষায় অনুরাগীরা। এই অপেক্ষা জিইয়ে রাখতে ছবিটির টিজার প্রকাশ করেছিলেন এর আগে। এবার গান প্রকাশ করে উন্মাদনায় ঘি ঢাললেন তিনি।
আজ বুধবার প্রকাশ পেয়েছে ডানকি’ সিনেমার গান ‘লুট পুট গ্যায়া’। স্বানন্দ কিরকিরে ও আইপি সিংয়ের কথায়, প্রীতমের সুরে গানটী গেয়েছেন অরিজিৎ সিং।
গানটিতে চোখ রেখেই মনে হয়েছে, এ যেন অন্য শাহরুখ। প্রায় ষাটে এসেও নাচছেন হাঁটুর বয়সীদের মতো। বয়স পাত্তাই পাচ্ছে না। তাপসী পান্নুর সঙ্গে রসায়ন দেখেও মুগ্ধ অনুরাগীরা।
গান প্রকাশ পেতেই দর্শক ভিড় করছেন মৌমাছির মতো। মন্তব্যের ঘরে রেখে যাচ্ছেন প্রশংসা আর প্রশংসা। কেউ মুগ্ধতা প্রকাশ করছেন কিং খানের নব্বই দশকের লুক দেখে। আবার কেউ মুগ্ধ তার তাপসী ও তার রসায়নে।
এর আগে ২ নভেম্বর কিং খানের জন্মদিনে প্রকাশ্যে আসে ‘ডানকি’র কাঙ্ক্ষিত টিজার। টিজারের শুরুতেই দেখা যায় ধু ধু প্রান্তর। তার মধ্য দিয়ে বাক্স পেটরা নিয়ে পথ চলছে কয়েকজনের একটি দল। ভেসে আসা গান বলে দিচ্ছে, বহু বছর আগে আমরা ঘর ছেড়েছিলাম। কিন্তু ঘর আমাদের হৃদয়ে আজও রয়ে গেছে। পথ যে দুর্গম বালুর ওপর পড়ে থাকা নর কংকাল যেন নীরবে সে সংকেতই দেয়। এরপরই কাফেলা লক্ষ্য করে ছুটে আসে অস্ত্রধারীর বুলেট। ছন্দ মিলিয়ে পর্দায় ভেসে ওঠে ‘ডানকি’।
শুরুটা এরকম টান টান উত্তেজনা নিয়েই হয়েছিল। কিন্তু দৃশ্যপট পাল্টে যেতে সময় লাগেনি। কেননা ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারের বাকি অংশে পাওয়া যায়নি কোনো মারকাটারি দৃশ্য। শাহরুখের চেহারায়ও ফুটে ওঠেনি আগ্রাসী ছাপ। উল্টো ছিল নাচ-গান, হাস্য রসাত্মক গল্পের প্রাচুর্য। সেসব দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। গানও নিরাশ করছে না।
‘ডানকি’র পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি।